Gernier acno free or gernier oil free facewash ব্যবহার করুন দিনে ২ বার।আশাকরি আপনি স্বাভাবিক হবেন। . পুনশ্চঃ আমি নিজে ব্যবহার করে সফল।

Talk Doctor Online in Bissoy App
Call

Himalaya ফেইসওয়াশটি ব্যবহার করুন, আমি সিউর এর কোন সাইড এফেক্ট নেই,আমি আমার ছোট ভাই, এখন প্রায় সবাই এটি ব্যবহার করে।।। এতে প্রাকৃতিক উপাদান নিম থাকায় রূপচর্চা তে এর ভূমিকা অনেক ভালো।।

Talk Doctor Online in Bissoy App
RanaRana

Call

ত্বকের তেলতেলে ভাবের কারণে খুব সহজেই মুখে ময়লা জমে। এর ফলে ব্রনসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। আর ত্বকে একটা কালচে ভাবও দেখা যায়। তাই প্রাকৃতিক উপায়ে ত্বকের এই তেলতেলে ভাব দূর করুন। ♦লেবুর রস ত্বকের জন্য খুবই উপকারী। লেবুর সাইট্রিক এসিড ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। নিয়মিত বাসায় ফিরে সামান্য লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে মুখে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ♦টমেটো ত্বকের বাড়তি তেলদূর করার জন্য বেশ কার্যকরী। টমেটো চটকে নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বকে টানটান ভাব চলে আসবে এবং তেলতেলে ভাব দূর হবে।

Talk Doctor Online in Bissoy App