Call

সব ঠিক আছে।শুধু লেখা সুন্দর করার চেষ্টা করবেন এবং যা লেখবেন স্পষ্ট লেখবেন যাতে লেখা পরতে অসবিধা না হয়।আর কাটাকাটি কম করবেন। অয়থা বেশি ফাকা করে লেখবেন না। শুধু প্রশ্নে যেটা চাইছে সেটা দিবেন।অপ্রয়োজনীয় কোনো তথ্য দিবেন না।ক প্রশ্নে ব্যাক্ষা দিবেন না।আর সব সৃশসীল প্রশ্ন সমান লেখার চেষ্টা করবেন কোনোটা অনেক বড় কোনো ছোট না করার চেষ্টা করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লেখা বেশি হলেই কিন্তু নাম্বার বেশি পাওয়া যায় না। ভাল নাম্বার পাওয়ার জন্য প্রশ্নটির যথাযথ এবং সুন্দর উত্তর দিতে হবে। তবে আপনি ২০ মিনিটে যদি ৪-৫ পৃষ্ঠা লিখতে পারেন তবে সেটা ভাল। এতে বুঝা যায় আপনার লেখার স্পিড ভাল। একটি প্রশ্নে ২০ মিনিটের বেশি সময় না নিয়ে এবং ৪-৫ পৃষ্ঠা ভরে সুন্দরভাবে উত্তর দিলে এবং প্রশ্নের বিষয়ের সাথে মিল রেখে উত্তর দিলে পরীক্ষায় ভাল ফলাফল আসবে ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Md Ashif

Call

ক নং প্রশ্নের উত্তর দিবেন এক শব্দের অথবা এক লাইনের। খ নং প্রশ্নের উত্তর দিবেন তিন থেকে ছয় লাইনের মধ্যে। গ নং প্রশ্নের উত্তর দিবেন এক পৃষ্ঠার চার ভাগের তিন অংশের মধ্যে। ঘ নং প্রশনের ঊত্তর দিবেন পুরো এক পৃষ্ঠা. এভাবে লিখলে সময়ও বাঁচবে নাম্বারও ভাল পাবেন। প্রশ্নে যা চেয়েছে তার বাইরে উত্তর দেয়া ঠিক হবেনা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি সবগুলো প্রশ্নের উত্তর ৩ পৃষ্ঠায় দিলে ভালো হবে এবং ১৩ বা ১৪ লাইন লিখা সুন্দর করতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ