ARZU

Call

ইসলাম সম্পর্কে 10টি বাক্য আমার জ্ঞানের উপলব্ধি থেকে দিচ্ছি তবে ছহি আক্কিদা সম্পন্ন বিজ্ঞ আলেম বলে নিজেকে দাবী করি না। ১। ইসলাম ধর্ম হযরত আদম (আঃ) থেকে শুরু করে সকল নবী রাসূলগণ প্রচার করেছেন এবং সবশেষ পূর্ণাঙ্গতা পেয়েছে হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর কোরআন নাযিল হওয়ার মাধ্যমে।বাকী সকগুলো কিতাবই বিকৃত হয়েছে শুধু কোরআন অবিকৃত আছে। ২। প্রতিটি জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র মৃত্যুর মাধ্যমেই সকল সৃষ্টিকে ইহজাগতিক জীবনের পরিসমাপ্তি ঘটাতে হবে। কবরে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে- ক. তোমার রব কে? খ. তোমার দ্বীন কী? গ. ঐ ব্যক্তিটি কে? (রাসূল সাঃ) ৩। ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত দ্বীন। বিসমিল্লাহ দ্বারা কোন কাজ (হালাল) শুরু করা হলে তা ব্যর্থ হয়ে যায় না। ৪। আমরা যতটুকু বুঝতে পারব তা পালন করব। যা বুঝতে পারব না তা শুধু বিশ্বাস করব। ৫। নামাযের হিসাব, যৌবন কাল কিভাবে কাটিয়েছি তার হিসাব, কিভাবে আয় করেছি কিভাবে ব্যয় করেছি তার হিসাব, যতটুকু জ্ঞান অর্জন করেছি তা আমল করেছি কিনা এটার উপর ভিত্তি করে জীবন যাপন করা। ৬। কোরআন বুঝে পড়া এবং তদনুযায়ী আমল করা। ৭। কোরআন এর পাশাপাশি হাদিস কে স্থান দেওয়া। 8। কোন বিষয়ে বাড়াবাড়ি না করা। 9। নিজে সৎ হওয়া ও পরিবারকে সৎপথে পরিচালিত করা। 10। অধিক রাত্রি জাগরন করে ইবাদত করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ