Call

হ্যাঁ একই খরচ হয় ফ্যান জোরে ঘুরুক বা আস্তে ঘুরুক বিদ্যুৎ খরচ একই হবে।

Talk Doctor Online in Bissoy App
Masumakonda

Call

না, খরচ কম হবে। পাওয়ার কমালে শুধু রেগুলেটর বিদ্যুৎতের পাওয়ার কম ঢুকায় ফ্যানে। সুতরাং খরচ কম হয়।

Talk Doctor Online in Bissoy App

ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যেবহার করলে আস্তে বা ফুল স্পিডে যেভাবেই ঘুরান পাওয়ার একই খরচ হয়।

কারন ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ইন্ডাকটর দ্বারা।

ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের গতি কমে কিন্তু ইন্ডাক্টর উত্তপ্ত হয়। এই উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম বা বেশির সাথে রেগুলেটর পাওয়ার লসও যথাক্রমে বেশি ও কম হয় ফলে ফ্যানের গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।

আবার ইলেকট্রনিক রেগুলেটরের বেলায় ভিন্ন। এটি একটি ভেরিয়েবল রেজিস্টর। এটি তৈরি হয় থাইরিস্টর জাতীয়

 ইলেকট্রনিক ডিভাইস দিয়ে। এতে উত্তাপের পরিমাণ অত্যন্ত কম থাকার কারনে রেগুলেটর লসও খুবি নগন্য হয়। ফলে ফ্যানের গতি কমালে পাওয়ার কম খরচ হবে এবং ফ্যানের গতি বাড়ালে পাওয়ার খরচ বাড়বে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খর কম হয়। 

Talk Doctor Online in Bissoy App

না।  একই বিদুৎ খরচ হয় না। 

লো করে চালালে কম বিদুৎ খরচ হবে। অার ফুল করে চালালে বেশি । 


(পরিক্ষিত)

Talk Doctor Online in Bissoy App
Amir20

Call

বর্তমানে যে রেগুলেটর গুলো ব্যাবহার করা হয়, এগুলো ব্যাবহারে ফ্যান আস্তে ঘুরলে বিদ্যুৎ বিল কম আসবে। আর আগের যেই বড় রেগুলেটরগুলো ছিলো, এগুলো ব্যাবহারে, ফ্যান আস্তে বা জোরে, যেভাবেই ঘুরুক না কেন, বিদ্যুৎ বিল একই আসতো। 

Talk Doctor Online in Bissoy App