শেয়ার করুন বন্ধুর সাথে

Call

চাপ প্রয়োগে বস্তুর কী ধরনের বল পরিবর্তন ঘটছে তা নির্ভর করছে আমাদের হিসাব সাপেক্ষ তার উপর। বল প্রয়োগে বস্তুর স্থিতি ও গতি শক্তির পরিবর্তন হয়। আমরা যদি বল প্রয়োগের ফলে বস্তুর দ্বারা সম্পাদিত কাজ হিসাব করি,তবে এক্ষেত্রে বস্তুর অবস্থানগত পরিবর্তন(সরণ) এবং এর শক্তির পরিবর্তন বিবেচিত হবে। আবার বস্তু পৃষ্ঠে বল প্রয়োগের ফলে পীড়ন হিসাব করলে বস্তুর আকার-আকৃতি বা আয়তনের পরিবর্তন বিবেচনা করা হবে। কিন্তু বস্তু-পৃষ্ঠের উপর শুধুমাত্র প্রয়োগকৃত বলের পরিমাণ (চাপ) হিসাব করলে বস্তুর কোন ধরনের পরিবর্তন বিবেচনায় আনা হয় না। আসলে বল প্রয়োগে বস্তুতে উক্ত সব ধরনের পরিবর্তনই হয়। কিন্তু এই পরিবর্তনগুলো হিসাব করতে আমরা পৃথক প্রক্রিয়া ব্যবহার করে থাকি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ