Call

কোন গ্যাসের ব্যাপন সময় নির্ভর করে এর ব্যাপন হারের উপর। ব্যাপন হার বেশি হলে ব্যাপন সময় তত কম হয়। ব্যাপন হার বস্তুর আনবিক কোন গ্যাস ব্যাপিত হয়ে কোন নিদৃষ্ট স্থানে পৌছাতে যে ভরের উপর নির্ভর করে।আণবিক ভর যত বেশি বেশি হয় ব্যাপন হার তত কম হয়। গ্যাসের আণবিক ভর যথাক্রমে ৪,২ ও ৪৪। যেহেতু এর আণবিক ভর, হাইড্রোজেন ও হিলিয়াম এর তুলনায় বেশি, তাই এর ব্যাপন হার সবচেয়ে কম অর্থাৎ ব্যাপন সময় সবচেয়ে বেশি। অন্যেিক H2 এর আণবিক ভর সবচেয়ে কম হওয়ায় এর ব্যাপন হার সবচেয়ে বেশি অর্থাৎ ব্যাপন সময় সবচেয়ে কম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ