শেয়ার করুন বন্ধুর সাথে
ARZU

Call

একজন মেম্বার বা সদস্যের ক্ষমতা সংগঠন বা সমিতির উপর নির্ভর করে। আপনি যদি ইউনিয়নপরিষদের মেম্বারের কথা বুঝাতে চান তাহলে এক রকমের দায়িত্ব। আর কোন সমিতি বা সংগঠনের মেম্বার বোঝালে অন্য রকম দায়িত্ব। ইউনিয়ন পরিষদের মেম্বারের দায়িত্বঃ * নিজের ওয়ার্ডের আওতা ভূক্ত উন্নয়ন মূলক রাস্তা, কালভার্ট এর প্রজেক্ট তৈরি করে তা চেয়ারম্যানের নজরে আনা। * নিজের ওয়ার্ডের দুঃস্থ, বয়স্ক ভাতা, সমাজকল্যান ভাতা পাওয়ার তালিকা প্রস্তুত করা। * অন্যায় সংগঠিত হলে গ্রাম পুলিশেরসহায়তায় বিচারের সম্মুখিন করা। * ইউনিয়ন পরিষদের সভায় অংশ গ্রহণ করা ও সিদ্ধান্তে মতামত ব্যক্ত করা। * জন্ম মৃত্যু নিবন্ধনে সহায়তা, পরিচয় পত্র, প্রশংসাপত্র সনদ প্রদান, স্থানীয় প্রশাসন হিসাবে উচ্চতর প্রশাসনকে সহায়তা করা। * মেম্বারের সকল কাজ চেয়ারম্যান এর স্বাক্ষরে আইনে পরিণত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ