Share with your friends
Call

সহজে নেরেশন শিখার কোন টেকনিক পাইনি|তবে আপনি গ্রামারের কিছু কৌশল ব্যবহার করতে পারেন|যেমন:: ১)নেরেশন পড়ার আগে পারশন,ভার্ব এবং পাঁচ প্রকারের বাক্য সম্পর্কে ধারণা নিন| ২)গ্রামারের রুল গুলো আয়ত্ব করুন| ৩)প্রথমে বাক্য গঠন পদ্ধতিতে নেরেশন শিখুন| ৪)তারপর পেসেজ নেরেশন পড়ুন| ৫)আসলে নেরেশন বিভিন্ন ভাবে করা যায়|এজন্য আপনার ধারণার সাথে বইয়ের ধারণা নাও মিলতে পারে|

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

সহজে নেরেশন শিখার একটাই উপায় তা হচ্ছে অধিক প্রাইভেট পড়া ছাড়া কোন বিকল্প নাই |নিজে নিজেও বেশি করে চর্যা করবেন|

Talk Doctor Online in Bissoy App
Call

নেরেশন শেখার প্রথম শর্তহচ্ছে রুল্স এই রুল্স ছাড়া কখনো নেরেশন করা সম্ভব নয় tens এর সকল গঠন পদ্ধতি মনে রাখতে হবে। যাতে বাক্যটা দেখলেয় বলতে পারেন এটা কোন tense এর সাথে আপনাকে আপনাকে sentence ও পরতে হবে। কোনটা কোন sentence বা কোন sentence হতে পারে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। here থাকলে there গ্রামারে দেখবেন এরকম একটা টেবিল আছে সেটা আয়ত্ব করতে হবে।সর্বোপরি রুল্স প্রয়োগ করার নিয়ম মনে রাখতে হবে এবং নিয়মিত প্রেক্টিজ করতে হবে।এটা অনেটাই অনুশীলনের উপর নির্ভর করে।

Talk Doctor Online in Bissoy App