রক্তস্বল্পতার কারণে জিহ্বায় ঘা ও গুটি হতে পারে। প্রাথমিক রক্তস্বল্পতায় ও জিহ্বার স্বাভাবিক রঙের পরিবর্তন হতে পারে। রক্তস্বল্পতা বেশি হলে জিহ্বায় এট্রপিক প্রদাহ হতে পারে। জিহ্বার রং লাল হয়ে থাকে এবং জিহ্বায় ঘা দেখা দেয়। যথাযথ চিকিৎসা গ্রহণ করলে জিহ্বার এ ঘা সহজেই ভালো হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
avir

Call

জিহ্বায় ঘা, গুড়ি গুড়ি হয় মূলতঃ রিউমেটিক ফিভার, রক্তস্বল্পতা, মুখে এক ধরনের জীবাণু থেকে সাধারণ ক্ষেত্রে আয়রন বা ভিটামিন বি১২-এর অভাবেই এ সমস্যা বেশি হয়। সমস্যা থেকে মুক্তি পেতে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব জরুরি। যেমন- ফল, শাকসবজি, দুধ, মাছ এবং চর্বি ছাড়া মাংস। এসব খাবারে প্রচুর পরিমাণ জিঙ্ক, ভিটামিন ও আয়রন থাকায় মুখের ঘা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সাথে রিবোফ্লাভিন জাতীয় ট্যাবলেট যেমন (ribosina) চুষে খেলে এইসব সমস্যা উপশম হয় তবে ১মাস টানা খেতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ