শেয়ার করুন বন্ধুর সাথে

স্থাপিত ১৯৬১; ৫৫ বছর আগে ধরন পাবলিক সভাপতি অধ্যাপক আব্দুব় ব়হমান বিন আবদুল্লাহ ছাত্র ২২,০০০ অবস্থান মদীনা [১] , সৌদি আব়ব ওয়েবসাইট www.iu.edu.sa দ্য ইসলামিক ইউনিভার্সিটি অব আল-মাদিনাহ আল-মুনাওয়ারাহ ১৯৬১ সালে সৌদি আরব সরকারের একটি রাজ ডিক্রির মাধ্যমে পবিত্র শহর মদীনায় স্থাপিত হয়।[২] শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীয়াহ কুরআন, দাওয়াত বা উসূল আল দ্বীন, হাদীস এবং আরবি বিষয়ে পড়তে পারবে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতোকত্তর ও ডক্টরেট এ তিন শ্রেণীতে শিক্ষাদান ও ডিগ্রী প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় এর শাখা, কলেজ অব শরী'আহ তে ইসলামিক আইন বিষয়ে ক্লাস শুরু করার মাধ্যমে এর প্রথম পাঠ কার্যক্রম শুরু হয়েছিল। যে কোন মুসলিম ব্যক্তি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর থাকার জন্য আনুষাঙ্গিক ব্যয়ভার বহন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ