আমি সাস্ট এ CSE,ENG OR BBA তে চান্স পেতে চাই । ত এখন থেকে কিভাবে পড়তে হবে ।আমি ২০১৫ তে HSC দিয়েছি ।এখন প্রাইভেট ভার্সিটিতে পড়ি ।এখন আমি চাই আগামি বছর সাস্ট এ পরিক্ষা দিয়ে উপরের তিন বিভাগ এর একটিতে চান্স পেতে চাই । আমার রেজাল্ট ৪.৪৪ ও ৩.৪২ ব্যবসায় শাখা এর ছাত্র । তা এখন আমি কিভাবে পড়ালেখা করবো চান্স এর জন্য ?????????
Share with your friends

SUST এ ভর্তি পরীক্ষার জন্য দুটি ইউনিট আছে । আপনি যেহেতু ব্যবসা শাখার তাই A ইউনিটে পরীক্ষা দিতে হবে । B ইউনিট শুধু বিজ্ঞান বিভাগের জন্য । তাই cse বা অন্য কোন eng subject পাবেন না । আপনি A ইউনিটে পরীক্ষা দিয়ে 40 এর ভিতরে থাকলে BBA পাওয়ার সম্ভাবনা আছে । এজন্য বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান আর ব্যবসা শাখার বিষয় পড়তে হবে ।

Talk Doctor Online in Bissoy App