SUST তে পড়ার জন্যে কোন Subject এ বেশি গুরুত্ত দিতে হবে আর কোন Subject এ কত পেতে হবে... প্রিপারেশন এর জন্যে ভাল বই কোনটা
Share with your friends

☻ >ভর্তি পরিক্ষা দেয়ার নুন্যতম যোগ্যতা হল চতুর্থ বিষয় সহ SSC + HSC এর জিপি এ যেন 6.5 থাকে । তার মানে মোটামুটি ভাবে পাশ করতে পারলেই সাস্টে পরীক্ষা দেয়া যায় । লেখকের এইচএসসিতে জিপিএ ছিলো 4.5। >সাস্টের ভর্তি পরীক্ষা হবে ৭০ মার্কের >GPA - এর ভিত্তিতে মার্কিং হবে ৩০ । SSC এর জি পি এ কে 3 দিয়ে, এবং HSC এর জি পি এ কে 3 দিয়ে গুন করে দুটোকে যোগ করতে হবে । উল্লেখ্য, চতুর্থ বিষয় সহই জি পি এ ধরা হবে । চতুর্থ বিষয় সহ এক জনের যে জি পি এ সেই জি পি এ কেই ৩ দিয়ে গুন করা হবে । >কেউ যদি সেকেন্ড টাইমার থাকে তাহলে তার জি পি এ কে ২.৭ দিয়ে গুন করা হবে ৩ দিয়ে নয় । >সাস্টে কোন পাস মার্ক নেই । >কোন বিশেষ subject এ পড়তে হলে HSC তে বিশেষ কোন বিষয়ে এ প্লাস পাবার দরকার হয় না । > সাস্টের ভর্তি পরীক্ষায় জি পি এ কে কখনোই বড় করে দেখা হয় না । এটা ভর্তি পরিক্ষার উপর তেমন কোন প্রভাব ফেলে না । দেখা হয় একজন ছাত্রের মেধাকে । তোমার যদি মেধা থাকে তাহলে তার মূল্যায়ন অবশ্যই সাস্টে হবে । >সাস্টে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অনেক বেশি বেসিক নির্ভর। মনে রেখ- “সহজ ব্যাপার যায় না ভাবা সহজে।“ সাস্টে পড়ার জন্য ইংরেজি বেশি পড়তে হয় । বইয়ের মধ্যে বেশি পড়বেন mp3 question ।এবং নবম দশম শ্রেনীর বই গুলো।

Talk Doctor Online in Bissoy App