rar file পড়ার জন্যে কোন সফটওয়্যার ব্যবহার করবো???
Share with your friends
Call

winrar সফটওয়ার দিয়ে আনজিপ করে তারপর পড়তে হবে। rar ত্থাকা অবস্থায় মোবাইল দিয়ে পড়তে পারবেন না। 

Talk Doctor Online in Bissoy App
RabbyHosen

Call

এটার নাম; ZArchiver pro অনেক ভালো একটা অ্যাপ। দেখে নিয় কি কি সুভিদা আছেঃ ১, এর মাধ্যমে Copy/Delete/Rename করতে পারবেন। ২, যেকোন ফাইলকে 7z (7zip), zip, bzip2 (bz2), gzip (gz), XZ, tar ফরমেটে কমপ্রেস করে রাখতে পারবেন। ৩, আবার 7z (7zip), zip, rar, bzip2, gzip, XZ, iso, tar, arj, cab, lzh, lha, lzma, xar, tgz, tbz, Z, deb, rpm, zipx, mtz; ৪, 7z (7zip), zip, rar, bzip2, gzip, xz, iso, tar, arj, cab, lzh, lha, lzma, xar, tgz, tbz, Z, deb, rpm, zipx, mtz ফাইলগুলো ডিকমপ্রেস করতে পারবেন। অর্থাৎ এর ভেতর থেকে আসল ফাইল বের করে আনতে পারবেন। ৪, আপনি zip, rar ফাইলে কমপ্রেস করে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App