শেয়ার করুন বন্ধুর সাথে

আজানের উত্তর আজান: আল্লাহু আকবার-আল্লাহু আকবার জবাব: আল্লাহু আকবার-আল্লাহু আকবার আজান: আল্লাহু আকবার-আল্লাহু আকবার জবাব: আল্লাহু আকবার-আল্লাহু আকবার আজান: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ জবাব: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ আজান: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ জবাব: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ আজান: আশহাদু আন্নামুহাম্মাদার রাসুল্লাহ জবাব: আশহাদু আন্নামুহাম্মাদার রাসুল্লাহ আজান: আশহাদু আন্নামুহাম্মাদার রাসুল্লাহ জবাব: আশহাদু আন্নামুহাম্মাদার রাসুল্লাহ আজান: হাইয়া আলাস্ সালাহ জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজিম আজান: হাইয়া আলাস্ সালাহ জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজিম আজান: হাইয়া আলাল্ ফালাহ জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজিম আজান: হাইয়া আলাল্ ফালাহ জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজিম আজান: আস-সালাতু খাইরুম মিনান নাওম জবাব: আসসাদ্দাকতা ও বারাতা আজান: আস-সালাতু খাইরুম মিনান নাওম জবাব: আসসাদ্দাকতা ও বারাতা আজান: আল্লাহু আকবার-আল্লাহু আকবার জবাব: আল্লাহু আকবার-আল্লাহু আকবার আজান: লা ইলাহা ইল্লাল্লাহ জবাব: লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ, মুয়াজ্জিন আযানে যা যা বলবে তাই বলতে হবে, শুধুমাত্র হাইয়্যা আলাস সালাহ ও হাইয়্যা আলাল ফালাহ বললে জবাবে সেটা না বলতে বলতে হবে লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে আযানের জবাব দেওয়ার পদ্ধতি। এ সম্পর্কে দুই একটি প্রশ্ন এবং তার উত্তরঃ প্রশ্ন: আযানের জবাব দিলে কি প্রতিদান পাওয়া যাবে? উত্তর: রাসুলুল্লাহ (সা:) বলেছেন, "যে ব্যক্তি খালেস অন্তরে আযানের জবাব দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।" সহীহ মুসলিম, হাদীস ৩৮৫। সুবহা'ন-আল্লাহ ! জান্নাত ওয়াজিব হয়ে যায় !! প্রশ্নঃ বাথরুমে থাকা অবস্থায় আজান শুনলে কি আজানের উত্তর দিতে হবে? উত্তরঃ না, বাথরুমে থেকে আযানের উত্তর দেওয়া যাবেনা। শুধু আযানের উত্তরই না, বাথরুমে সমস্ত প্রকার যিকির, দুয়া, দুরুদ ও কুরআন তেলাওয়াত নিষিদ্ধ। কারণ অপবিত্র জায়গায় আল্লাহর যিকির করা তাঁর সম্মান ও মর্যাদার পরিপন্থী। তবে কেউ যদি বাথরুমে প্রবেশ করার আগে দুয়া ও বের হওয়ার পরে দুয়া পড়ে তাহলে তার ঐ সময়টা ইবাদতের মধ্যেই গণ্য হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ