যে নাম্বার এস এম এস আসে সে নাম্বার stop লিখে পাটান। কাজ হতে পারে। আর আপনি যখন brows করবেন তখন কোনো অরিচিত লিংক প্রবেশ করবেন না। আমি এ রকম করতাম বলে আমার ফোন থেকে টাকা কেটে নিয়ে যাইত। তো সর্তক ভাবে brows করবেন। আশা করি বুঝতে পেরেছেন।
Share with your friends

আপনি আবার প্রথমে ১২১ কল করে যখন বলবে বাংলার জন্য চাপুন তখন ১ চাপবেন।আবার যখন বলবে অপ্রয়োনীয় এসএমএস ও মিসকল অ্যালাটের জন্য ৬ চাপুন তখন ৬ চাপবেন।দেখবেন তখন অপ্রয়োজনীয় এসএমএস বন্ধ করতে ৪ চাপতে বলবে তখন আপনি ৪ চাপবেন।তাহলে দেখবেন আর অপ্রয়োজনীয় এসএমএস এসে টাকা কাটবে না।

Talk Doctor Online in Bissoy App
BidhanDey

Call

যদি এরকম ভাবে টাকা কেটে নিয়ে যায়, তবে বিষয়টির জন্য আপনি কাষ্টমার কেয়ারে কমপ্লেন করতে পারবেন, আপনি ১৫৮ কল দিয়ে পরবর্তী নির্দেশ মতো কাজ করেন।

Talk Doctor Online in Bissoy App