শেয়ার করুন বন্ধুর সাথে

কোন একটি মৌলের পরমানুর ভরকে প্রমান হিসেবে ধরে তার সাপেক্ষে বিভিন্ন মৌলের এক একটি পরমানু কত গুন ভারী তা নির্ণয় করা হয়। একেই সংশ্লিষ্ট মৌলের আপেক্ষিক পারমানবিক ভর বলা হয়। কার্বন-১২ আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করে কোন মৌলের আপেক্ষিক পারমানবিক ভর হিসাব করা হয়। কার্বন-১২ আইসোটোপের ভরের 1/12 অংশকে ‘অ্যাটোমিক মাস ইউনিট বলে’ বা সংক্ষেপে amu বলে। একে ‘ডালটন’ বলা হয়।
১ ডালটন = 1.6605 x 10-24 g ।

আপেক্ষিক পারবিক ভর একটি সংখ্যা মাত্র, এর কোনো একক নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ