Call

রেমি স্পট ক্রিম ব্যাবহার করতে পারেন।মুখের দাগ দুর করতে খুবই কার্যকরী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mdnurnabi

Call

১. ২ চামচ বেসন, ১ চিমটে হলুদ গুঁড়ো, ১ চামচ চন্দন গুঁড়ো এবং ১ চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে পেষ্ট তৈরী করুন। এবার এটা মুখে, ঘাড়ে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। ২. একটি ছোট আকারের আপেল কেটে এটা মুখে, ঘাড়ে, গলায় লাগিয়ে ১০ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এইভাবে ব্যবহার করুন। ৩. আপেল ও কমলার খোসা এক সাথে বেটে এর সাথে কাঁচা দুধ, ডিমের সাদা অংশ ও কমলা রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হোমিও ওষুধ বারবেরিস একো 3d জার্মান ফার্মাটিক্যালস কোম্পানির ওষুধটি ব্যবহার করুন তাহলে কমে যাবে। ওষুধটির দাম পড়বে ৭০ টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Masumakonda

Call

মেলাকেয়ার ক্রিম ( melacare crim ) - মুখের সমস্তপ্রকার কঠিন দাগ মেস্তা ব্রন ইত্তাদি চোখের নিচে কালো দাগ , গলার নিচে ঘারে জমে কাল দাগ। সব দাগ নিমিসে দুর করে দিবে এ ক্রিম। কাজ করবে ১০০ ভাগ। এ ক্রিম ভারতিয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রাতে ঘুমানোর আগে Betnovate-N ক্রিম লাগিয়ে ঘুমান| এরূপ করলে কয়েক সপ্তাহে দাগ হালকা হয়ে যাবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ