আপনি যে প্রবলেমটার কথা বলছেন ,এটাকে সাধারনত "চুলের আগা ফাটা" বলে !চুল যখন পর্যাপ্ত পুষ্টি পায়না তখন চুল প্রানহীন হয়ে পড়ে এবং চুলের আগা ফেঁটে যায় !আমাদের দেশে প্রায় অধিকাংশেরই এই প্রবলেম হয় !আপনি পুষ্টিযুক্ত খাবার খান !নিয়মিত চুলে তেল দিন !নারিকেল এবং অলিভ তেল গরম করেও চুলের আগায় লাগাতে পারেন !চুলের পরিচর্যা করুন !

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ