শেয়ার করুন বন্ধুর সাথে

এক্ষেত্রে আগেই জেনে নিই সংকেত কি। সংকেত:মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে অণুস্থ পরমাণুসমূহের নিজ নিজ প্রতীক ও তার সংখ্যা উল্লেখ দ্বারা প্রদর্শন করাকে সংকেত বলে।যেমন এক অণু অক্সিজেনের সংকেত (O2) আর এই অক্সিজেনে আছে ২ টি পরমাণু। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন।আমরা জানি সালফিউরিক এসিডের আণবিক সংকেত হলো H2SO4 এক্ষেত্রে এই যৌগে দুটি H পরমাণু,একটি S পরমাণু এবং চারটি O পরমাণু আছে।আপনি এভাবেই কোন মৌল বা যৌগ দেখে তার আণবিক সংকেত ও পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ