আমি মানবিক শাখা থেকে এসএসসি(২০১২) ও এইচএসসি(২০১৪) পাশ করেছি ।(ভূঁইয়া একাডেমী,নিউক্যাসেলের মত একাডেমী ছাড়া)এখন আমি দেশে থেকে বিদেশের পড়াশোনা করতে চাই(অর্নাস) ।কোন বিষয়ে পড়া যাবে(আইন বিষয় বাদে) ?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি বিদেশের কোন ধরনের সাবজেক্ট পড়তে চান সেটা একটু ক্লিয়ার করবেন? মানবিক শাখা থেকে দেশের প্রাইভেট ভার্সিটি গুলোতে আপনি BBA, CA, ACCA, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, এবং শান্ত-মারিয়ম ইউনিভার্সিটির সব গুলো সাবজেক্টের উপরেই অনার্স করতে পারবেন। এ ছাড়া আরো কিছু আনপপুলার সাবজেক্টের উপরে অনার্স করতে পারবেন। তবে প্রথম সাবজেক্ট গুলোই চাহিদা সম্পন্ন এবং পপুলার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ