শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি যদি গোসল এর ফরজ (কুলি করা, নাকে পানি দেয়া, সমস্ত শরীর ধৌত করা) আদায় করেন তাহলে পুনরায় অযু করা লাগবেনা। কিন্তু যদি ফরজ আদায় না করেন তাহলে নামাজ পড়ার আগে ওজু করে নিতে হবে, এক্ষেত্রে কেউ যদি মনে করে গোসল করার পর ওজু করার দরকার নেই তাহলে সেটি ভুল। এতে তার নামাজ আদায়তো হবেই না বরং গুনাহ হবে, কেননা ওজু ছাড়া সিজদা করা হারাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ