ওষধ ,প্রতিকার,প্রতিরোধ করণীয় সব বিস্তারিত লিখবেন প্লিজ ।
শেয়ার করুন বন্ধুর সাথে
BidhanDey

Call

আপনার এ ধরনের জ্বর হয়তো ভাইরাসজনীত, না হলে একবার কমে গিয়ে আবার হবে কেন। তাছাড়া আবহাওয়ার উপর ও কিছুটা নির্ভর করছে, এ রকম জ্বর থাকলে আপনি সাধারন ঔষধ বা নিজে বুঝে ঔষধ খেলে পুরপুরি জ্বর কমবে না, সাময়িক কিছুটা কমে আবার দেখা দিবে, এই বিষয়ে আমার মতে আপনি নিজে থেকে ঔষধ না খেয়ে, কোন ভালো ডাক্তারের কাছে গিয়ে আপনার জ্বরের সম্পর্কে সম্পূ্র্ন বিবরন খুলে বলুন, সবচেয়ে বেটার হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ