এস এস সি বাংলা ২য় পত্রের নৈর্বত্তিক সাজেশন দিন
শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলা ২য় পত্রের বোর্ড ব্যাকরণ বইটি এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সহায়তা করবে। এ বইয়ের উপস্থাপন যথেষ্ট মানসম্মত ও সংক্ষেপিত। নির্দিষ্ট করে সাজেশন দেওয়া কঠিন। কারণ সব টপিক থেকেই দুই-একটা প্রশ্ন আসে। সেই হিসাবে আপনাকে ১৫-২০ টি টপিক ভালভাবে জানতে হবে। কিন্তু আপনি টপিক টাচ না করে আপাতত পড়ে যদি ভাল প্রস্তুতি নিতে চান তাহলে টেস্টপেপার ধরে বিভিন্ন স্কুলে আসা প্রশ্নগুলো প্রতিদিন সলভ করতে পারেন। সাধারণত টেস্টপেপার সলভ করলে বাংলা ২য় পত্রে নৈর্বক্তিক অংশে বেশিরভাগ কমন পড়ে যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ