শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথমত লাগবে অভিজ্ঞতা। সাধারনত একজন পরিচালক সহকারী হিসেবে অভিজ্ঞ কারো সাথে বেশ কবছর কাজ করেন। এতে করে হাতে কলমে শেখা যায় সব ব্যাপার স্যাপার। এরপর লাগবে শিক্ষা, কোনটা কিভাবে করবেন, কোথায় কি দরকার, কি হলে আপনার মুভি ভালো হবে এসব। তারপর লাগবে টাকা। কত লাগবে সেটা আপনার বাজেটের উপর। মুভি প্রকাশ করার জন্য কি কি সরকারী ও বিভিন্ন সংস্থার অনুমোদন লাগবে তা সঠিক জানি না। লাগবে অভিনেতা অভিনেত্রী। আর কত সময় লাগবে তাও আপনার উপর। আপনি কতদিনে শেষ করতে পারবেন তার উপর। আর অন্য রাস্তায় চললে এতকিছু লাগবে না। একটা ভালো মানের ক্যামেরা থাকলে বন্ধুরা মিলে শর্টফ্লিম বানাতে পারেন, পাবলিশ করতে পারেন ইউটিউবে। তবে এটাকে ঠিক প্রফেশনাল বলা যাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ