আমি তো দেখতে পাচ্ছি ৩ ঘন্টা আগে করা আপনার প্রশ্ন অনুমোদিত, এবং ৩ ঘন্টা আগেই এর উত্তর ও করা হয়েছে। https://ans.bissoy.com/347815/
এটা ছাড়া অন্য কোন প্রশ্ন সেই সময় করে থাকলে , এবং অনুমোদন না দেয়া হলে সেটা বিস্ময় নীতিমালা বহির্ভুত হওয়ার কারনে বাতিল করা হয়েছে।
দুঃখের ব্যাপার, বাংলা ভাষায় কথা বলা একজন মানুষ কে এই উত্তর দিতে হচ্ছে আমার। আমাদের ভাষা আন্দোলন ১৯৫২ সালে হয়।
বিস্ময়ে আমরা জ্ঞ্যান আদান প্রদান করাকে প্রাধান্য দেই, এবং আমরা চাই বিস্ময় থাকুক সম্পুর্ন রাজনীতি মুক্ত। রাজনীতি অবশ্যই একটা দেশে, সমাজের বা জাতির জন্য জরুরী বিষয়, এর চর্চা হোক রাজপথে, সোসাল নেটোয়ার্কিং প্লাটফর্মেও আপনি আপনার মতামত ব্যাক্ত করতে পারেন। কিন্তু বিস্ময় নীতিমালা অনুযায়ী এখানে রাজনীতি সম্পর্কিত যেকোন প্রশ্নউত্তর করা যাবে না, করলেও মডারেটর প্যানেল থেকে সেটার অনুমোদন দেয়া হবে না। ধন্যবাদ।
পারবেন, তবেঃ
১। লিংক টি উত্তর এর মান বৃদ্ধি করতে সহায়তা করবে।
২। কোন তথ্য সুত্র হিসেবে লিংক দিতে পারবেন।
৩। নিজের বা কারো সাইটের বিজ্ঞাপন হিসেবে লিংক দিতে পারবেন না।
৪। বিজ্ঞাপনের জন্য দেয়া হয়েছে, এমন টা করা হইলে আপনার বিস্ময় সদস্যপদ সাময়ীক বা স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হতে পারে।
অনেক বেশী। বিশেষ করে প্রাচীন কালের গুহাচিত্র গুলোর মধ্যে ওরা যাদের দেবতা বলে একে রেখে গেছে, মজার ব্যাপার সেগুলো দেখতে স্পেসসুট পড়া নভোচারী দের মত। এ নিয়ে অনেক প্রমান ছরিয়ে ছিটিয়ে আছে, রকিব হাসান স্যারের লেখা "ভিন গ্রহের মানুষ " বইটা পড়ে দেখতে পারেন। এতে ভুরি ভুরি প্রমান দেয়া আছে সোর্স সহ।
হ্যালো বিস্ময়,
যদিও ভালো থাকার কথা না, প্রচন্ড রোদ, এর ভেতর হুটহাট ঝড়, দেখেই বোঝা যাইতেছে প্রকৃতির মন মেজাজ ভালো নাই। এর মধ্যে ভালো কিছু সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য লিখতে বসলাম।
ঘোষনা নাম্বার ১
১। বিস্ময়ে প্রতিদিন অনেকে নানা সমস্যায় প্রশ্ন করেন। তো এখন থেকে রোজ বিস্ময়ে সেরা প্রশ্নকারী পাবেন ৫০ টাকা ( মোবাইল রিচার্জ বা স্ক্র্যাচ কার্ড ), সেরা প্রশ্ন হিসেবে আমরা সেটাকেই সিলেক্ট করবো যেটা-
দিনের সেরা এবং নির্বাচিত প্রশ্ন স্টিকি করা হবে রোজ, অর্থাৎ একেবারে উপরে থাকবে সারাদিন, এবং সেই প্রশ্নে সবাই উত্তর দিতে পারবেন।
ঘোষনা নাম্বার ২
দিনের সেরা উত্তর প্রদানকারী পাবেন ১০০ টাকা ( মোবাইল রিচার্জ বা স্ক্র্যাচ কার্ড ), সেরা উত্তর নির্বাচিত হতে –
নির্বাচিত উত্তর সংরক্ষন করা হবে বিস্ময় আর্কাইভে।
ঘোষনা নাম্বার ৩
"বিস্ময় আর্কাইভ"
ব্যাবহারকারী এবং বড়দের পরামর্শে আমরা ফাইনালী আর্কাইভ করার কথা চিন্তা শূরু করি। অনেকেই আছেন প্রশ্ন করতে চান না, আগের উত্তর খুজেও পান না নতুন হবার কারনে। তাদের কথা চিন্তা করে বিস্ময় আর্কাইভ চালু হতে যাচ্ছে আগামী কাল থেকে। আর্কাইভে প্রশ্ন উত্তর গুলো ব্লগপোস্ট আকারে সংরক্ষন করা হবে। প্রশ্ন হবে পোস্টের টাইটেল এবং পোস্টে থাকবে প্রতিদিনের সেরা নির্বাচিত হওয়া উত্তর।
এই ঘোষনাগুলো কার্যকর হবে এ মাসের ৭ তারিখ থেকেই। কোন প্রশ্ন থাকলে নিচে করে ফেলুন।
-ধন্যবাদ।
প্রিয় বিস্ময় পরিবার!
আপনারা জানেন বিস্ময় ডট কম বাংলা ভাষায় জ্ঞান অর্জন ও বিতরনের জন্য শীর্ষ প্লাটফর্ম। আর আমরা পুরো বিস্ময় পরিবার মিলে প্রতিনিয়ত গড়ে তুলছি এই জ্ঞানের ভান্ডার। পুরাতন ও নিয়মিত ব্যাবহারকারীগন যদিও জানেন কি করা উচিত আর কি করা উচিত না, কিন্তু নতুন বা অনিয়মিত ব্যাবহারকারীরা এ বিষয়ে অনেককিছুই জানেন না। যার ফলে তারা প্রায়ই নানা সমস্যায় পড়েন। তাদের জন্য দু-কলম লিখতে বসলাম।
কয়েকটি বিষয় খেয়াল রাখুন-
রাজনীতিঃ
বিস্ময় ডট কম ব্যাবহার করেন নানা বিশ্বের নানা প্রান্তের বাংলা ভাষা ব্যাবহারকারী মানুষ। প্রতিটি মানুষের রাজনৈতিক চিন্তাধারনা আলাদা হতে পারে, ভিন্ন ভিন্ন দলমতের অধিকারী হতে পারেন সবাই। আমরা চাই বিস্ময় ডট কম থাকুক সমস্ত রাজনৈতিক চিন্তা ও চেতনার বাইরে। এক্ষেত্রে কোন রাজনৈতিক দল, মত, ধারনা, চিন্তা-চেতনা সম্পর্কিত কোনো প্রশ্ন বা উত্তর বিস্ময়.কমে গ্রহনযোগ্য নয়
ধর্মঃ
আমরা প্রতিটি ধর্মের প্রতিটি মানুষ কে সম্মান করি। ধর্ম সম্পর্কিত আপনার মনের খোরাক অবশ্যই জানতে চাইবেন আপনি। প্রশ্ন করুন, জানুন। কিন্তু দয়া করে কোনো ধর্মকে ছোট বা হেয় করে কোনোকিছু লিখবেন না। ভেবে দেখুন, আপনি কাউকে ছোট করলে তার ও সুযোগ থাকে আপনাকে ছোট করার। আমরা আপনার বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে তার বিরুদ্ধেও নিতে পারি না। প্রতিটা মানুষ তার ধর্মকে ভালোবাসেন, আর আমরা চাইনা তার এই একান্ত ভালোবাসার স্থানটিতে কোনরকম আঘাত লাগুক।
ভাষার ব্যবহারঃ
আমি বিশ্বাস করি, এরকম একটা ওয়েবসাইটে একটিভ থাকতে হলেও আপনাকে যথেষ্ট শিক্ষিত হতে হবে। আর একজন শিক্ষিত মানুষের পরিচয় তার লেখায়, তার কথায়। কাউকে আক্রমন করে কোনভাবেই নিজেকে বড় প্রমান করা সম্বব না। আর একজন মানুষের সম্মান অর্জন করা পৃথিবীর কঠিনতম কাজ গুলোর একটা, সেই সম্মান কেনো হারাবেন!? কেউ কোন ভুল করলে তাকে সুধরে দিন, না বুঝলে বুঝিয়ে বলুন, এমনভাবে বলুন যাতে তিনি বুঝেন, লজ্জা না পান।
চলুন আমরা সবাই মিলে সাজিয়ে-গুছিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরী করি আপনার, আমার, আমাদের সকলের বিস্ময় ডট কম..........
---সবাইকে ধন্যবাদ---
শুভ সকাল বিস্ময় পরিবার। সকাল না বলে ভোর বলাই ভালো হবে। হাতের কাজগুলো শেষ করে কফির মগ হাতে নিয়ে অলস ক্লান্ত শরীর চেয়ারে এলিয়ে দিয়ে খানিক টা অভ্যাসের বসেই ভোরের দিকে ঢু মারলাম বিস্ময়ে। আর আমি আসলেই প্রকাশ করতে পারবো না কতটা চমকে গেলাম আমি। মাঘ মাসের শীতের মত একটা কেমন জানি অনুভুতি কাপিয়ে দিয়ে গেলো আমার প্রতিটা লোমকুপ। প্রথমে ভাবলাম ভুল দেখছি, ক্লান্ত শরীরে কত কিছুই দেখে মানুষ। লাফিয়ে উঠে যেয়ে চোখে ঠান্ডা পানি দিয়ে এসে তাকিয়ে দেখি আরেহ ! মনে হচ্ছে ঠিক ই দেখছি ! নাহ, তবু বিশ্বাস হচ্ছে না, ফোন তুলে ডায়াল করলাম (প্রতিষ্ঠাতা-বিস্ময় এন্সারস) নাম্বারে। বেচারার গলা শুনে মনে হলো কিছুক্ষন আগেই ঘুমোতে গেছে, আমার কথা শুনে তিনিয় বোধকরি লাফিয়েই উঠলো ।
হুম্মম , আমরা এই মুহুর্তে এক লক্ষ উত্তরের একটা অসাধারন সম্ভার। না ভুল শোনেন নি, ১ এর পর শুন্য ৫ টা, সংখ্যাটা দেখতে এরকম - "১০০০০০" ।
এক লক্ষ্য উত্তর মানে এক লক্ষ সমাধান,এক লক্ষ জানতে চাওয়া পিপাসু মনের তৃষ্ণা নিবারন, এক লক্ষ সঞ্চয় আমাদের ভবিষ্যতের জন্য।
আজ এ প্রাপ্তি আপনার, আমার, আমাদের সকলের। আপনি একটা প্রশ্ন করতে চাওয়া মানে সেই একি প্রশ্ন টা অন্য কারো মনে থেকে থাকলে, ভবিষ্যতের কেউ জানতে চাইলে তার মনের খোরাক মেটানোর বিস্ময়কর উপায়। আর আপনি সে প্রশ্নের সঠিক উত্তরদারা হিসেবে সুধু সেই প্রশ্ন দাতার সমাধান ই করছেন না, করে রাখছেন আগামী যেকারো জন্য একটা নির্ভরযোগ্য অবস্থান। কোন একজন মনীষী বলেছিলেন, আপনি একটি ভালো কাজ করুন পৃথিবীর জন্য, এর প্রতিদান পুরো পৃথিবী আপনাকে দেবে।
আমি কৃতজ্ঞ আমাদের পরিবারের ৩২ হাজারের ও বেশী নিবন্ধিত সদস্যের কাছে, নিবন্ধন না করেও যারা সমাধান খুজতে আসেন, তাদের কাছেও।
আমি কৃতজ্ঞ বিস্ময় এর প্রতিষ্ঠাতার কাছে। যিনি আমাদের এরকম একটি মাধ্যম দিয়েছিলেন বলেই আজ এই অবস্থানে আমরা।
আমি কৃতজ্ঞ আমাদের টেকনিক্যাল টিম, সমন্বয়ক, মহা-সমন্বয়ক দের কাছে। তাদের নজরদারীর কারনেই স্প্যাম, অস্লীলতা মুক্ত, পরিচ্ছন্ব একটা অবস্থানে দুলাইন লিখতে পারছি।
আমরা সবাই মিলে একটা পরিবার, আর আমি বিশ্বাস করি, যেকোনো একজনের অবদান বাদ দিলেও এই স্থানে আসতে পারতাম না আমরা। তো ব্যাক্তিগতভাবে আমার ধন্যবাদ আমাদের সবাইকে।
আসছে নতুন বছর। আর এ মাসের বিস্ময়করগুরু পাচ্ছেন একটি মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোন।আর আসছে কি নতুন বছরে ? আমি একটু ধারনা দেই,
এই ধরুন দুজন সার্টিফাইড ডাক্তার সাহেব যদি খুব স্পর্শকাতর প্রশ্ন গুলোর উত্তর দেন ? বা ধরুন, আপনার প্রশ্নের উত্তর যদি আপনার ফোনে ম্যাসেজ আকারে চলে যায় ? অথবা খুব দরকারী একটা উত্তরের জন্য ২৪ ঘন্টা একটা হেল্পলাইন ফোন নাম্বার খোলা থাকে আমাদের ? জানান কেমন হয়, সাথে কি কি হলে ভালো হয়, কি করা সম্ভব জানান। আমি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দেবার।
সবশেষে আবার ধন্যবাদ, বিদায় নিচ্ছি, হারিয়ে যাচ্ছি না, সামনে না থাকলেও পেছনে আছি কিন্তু !
প্রধান নির্বাহী কর্মকর্তা।