Call

LED আর LCD এর প্রধান যেই পার্থক্য তাহলো LED এর উজ্জলতা LCD এর চেয়ে অনেকগুণ বেশি ! যার কারণে LED টিভি তে বাইরের উজ্জলতা অনেক বেশি থাকা সত্তেও বেশ ভালো ভাবে দেখা যায় ( এই যেমন রোদের মধ্যে নিয়ে গেলেও দেখা যাবে !) কিন্তু তা হয়ত LCD তে সম্ভব না I LED তে কনট্রাস্ট রেশিও LCD এর চেয়ে অনেক বেশি যার কারণে এর পারফরমেন্স বেশ ভালো I এছাড়া বিভিন্ন বিভিন্ন বর্ণ মিশ্রিত ছবির ক্ষেত্রে LED তে অনেক বেশি বাস্তবধর্মী মনে হয় I LED এর ভিউইং অ্যাঙ্গেল অনেক বেশি যার ফলে মোটামুটি যেকোনো জায়গা থেকে ছবি খুব ক্লিয়ার দেখা যায় যেইটা LCD এর ক্ষেত্রে হয়না (একটু ডানে বামে সরলেই কিছুটা অন্ধকার দেখা যাবে অবশ্য তা মনিটর ভেদে ভিন্ন হয় !) আর আরেকটা চমত্কার বিষয় হলো LED তে বিদ্যুত বিল LCD অপেক্ষা অনেক কম আসে ,কারণ LED তে শক্তির অপচয় হয়না বললেই চলে ! 

Talk Doctor Online in Bissoy App