মানুষের শরীরে প্লাটিলেটের পরিমান কী ভাবে বারানো যায় এবং Himoglobin কী ভাবে বারানো যায় । কারন একজন রুগীকে নিয়ে একমাস Bengalore veydenhi hospital Him at ology Doctor কে দেখানো হয়েছে । রগীর যত রকম টেষ্ট করার দরকার সব কিছুই টেষ্ট করার পরের ও কোনো কিছু ধরা পরেনি ।কিন্তু এখন তার শরীরে প্লেটের পরিমান 15000 কিন্তু একদিন পরেই plate র পরিমাণ 7000 হচ্ছে । তারপর তাকে আবার platelet দেওয়া হয় এভাবে একমাসে অনেক বার platelet দেওয়া হয়েছে । কিন্তু তার platelet improve হচ্ছে না । এখন এই অবস্থায় রগী কে বারিতে আনা হয়েছে । এখন আমরা তাকে কীভাবে বাচাতে পারব?
Share with your friends

ওনার severe platelet disorder আছে।তার শরীরে anti platelet antibody আছে যার কারনে platelet নষ্ট হয়ে যাচ্ছে । এটা কোন কিছু খাবার খেয়ে কমবে না, কারনটি রিমুভ করতে হবে।আপনি একবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এ নিয়ে দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App