আমি ফেসবুকে কাউকে Friend Request পাঠাইলে সে যদি accept করে তাহলে আমি তার follower হয়ে যাই।আবার কেউ আমাকে friend request পাঠালে আমি যদি accep করি তবুও আমি তার follower হয়ে যাই।কিভাবে আমি আমার follower বানাতে পারবো??যেন আমি request accept করলে অথবা আমার পাঠানো friend request Accept করলেও যেন আমার follower হয়!!please সঠিক উপায়টা জানাবেন!
Share with your friends

ফ্রেন্ড রিকু আপনি এক্সেপ্ট করলে বা সে এক্সেপ্ট করলে আপনারা পরস্পর ফ্রেন্ড। অর্থাত্‍, আপনারা দুজন দুজনকে ফলো করতেছেন। এখন আপনি যদি চান- শুধু সে আপনাকে ফলো করবে,আপনি না। তাহলে যাকে আনফলো করতে চান, তার প্রোফাইলে গিয়ে একেবারে নিচে যান । সেখানে Unfollow লেখাতে ক্লিক করুন। এর অর্থ শুধু সে আপনাকে ফলো করতেছে, সে আপনার সব পোষ্ট দেখতে পাবে । কিন্তু আপনার তারগুলো পাবেন না।

Talk Doctor Online in Bissoy App
Call

ভাই ফলোয়ার বাড়াতে অনেক সময় লাগে,সেটা আপনি ইচ্ছা করলেই অনেক গুলো ফ্লোয়ার বাড়াতে পারবেন না।আপনাকে যদি কেও ফ্রেন্ড-রিকুস্ট দেয় আপানি তাকে ডিলেট করে দিন তাহলে সে আপনার ফলোয়ার লিস্টে চলে আসবে।

Talk Doctor Online in Bissoy App