সবাই সুধো অামায় ভুল বুঝে কিন্তু অামি কারো ক্ষতি করি নি ?
শেয়ার করুন বন্ধুর সাথে

বন্ধু হতে হলে যে বৈশিষ্ট্যগুলো আপনার ভেতরে থাকা দরকার- হৃদয়বান বন্ধু হওয়ার জন্য সবার আগে প্রয়োজন বড়সড় একটা হৃদয়ের। যেন বন্ধুদেরকে জায়গা দেয়ার জন্য কখনও জায়গা সংকটে ভুগতে না হয়! আর হৃদয়বান মানুষ না হলে কারও বন্ধু হওয়া সম্ভব নয়। দায়িত্বশীল কারো বন্ধু হতে চাইলে আপনাকে অবশ্যই তার প্রতি দায়িত্বশীল হতে হবে। তার সার্বক্ষণিক খোঁজ-খবর করতে হবে, সুবিধা-অসুবিধার দিকগুলো দেখতে হবে। সে যেন কখনোই আপনার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় না পায়। কারণ দায়িত্বজ্ঞানহীন মানুষ কখনো ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। নিঃস্বার্থ বন্ধু হওয়ার অন্যতম শর্ত হলো নিঃস্বার্থ হওয়া। লক্ষ রাখবেন, বন্ধুত্বের ভেতর যেন কোনরকম স্বার্থ কাজ না করে। নিজের প্রয়োজনে কিংবা স্বার্থে যে সম্পর্ক তৈরি হয়, তা বন্ধুত্ব নয়। বন্ধুত্ব সবসময়ই স্বার্থহীন। আবেগী কারো বন্ধু হতে চাইলে আপনাকে অবশ্যই আবেগী হতে হবে। কারণ, বন্ধুত্ব এমনই একটি সম্পর্ক যা কিনা খুব একটা যুক্তির ধার ধারে না। আপনি যদি চরম যুক্তিবিদও হয়ে থাকেন তবু বন্ধুত্বের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে আবেগী হতেই হবে। তবে একটু খেয়াল রাখবেন, আবেগ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ