শেয়ার করুন বন্ধুর সাথে

সঠিক ও মানসম্মত উত্তর দিলে অবশ্যয় অনুমোদন পাবে। আপনার উত্তরটি হয় ওরকম ছিল না বা নীতিমালা অনুসারে হয়নি তাই অনুমোদন পায়নি। নীতিমালা পড়ে সে অনুযায়ী উত্তর করুন, অবশ্যয় অনুমোদন দেওয়া হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

বিস্ময়ে কোন প্রশ্নে উত্তর প্রদান করা হলে উত্তরটি অনুমোদনের জন্য বিস্ময়ের মডারেটরগণের নিকট জমা হয়। মডারেটরগণ কয়েকটি বিষয়ের উপর ভিক্তি করে একটি উত্তর অনুমোদন দিয়ে থাকেন।

১. উত্তরটি সঠিক কিনা।
২. উত্তরটি প্রশ্নের সাথে সংগতিপূর্ণ কিনা।
৩. উত্তরে প্রায় সকল বানান সঠিক আছে কিনা।
৪. একই উত্তর আগেই প্রদান করা হয়েছে কিনা।
৫. উত্তরটি হুবহু কোথাও থেকে কপি করা হয়েছে কিনা। হয়ে থাকলে তার রেফারেন্স দেওয়া আছে কিনা।
৬. উত্তরটি যথেষ্ট মানসন্মত কিনা।

উপরোক্ত বিষয়গুলিতে আপনার উত্তরটি যদি পাস করে, তবে অবশ্যই অবশ্যই অনুমোদন পাবে। এর পরেও যদি আপনার মনে কোন সংশয় থাকে তবে আপনার উত্তর দেওয়া প্রশ্নটির লিংক (url) দিয়ে নিচের লিংকে একটি অভিযোগ করুন। আপনি অবশ্যই অভিযোগের জবাব পাবেন।
http://ans.bissoy.com/feedback

পরিশেষে: বিস্ময় উত্তরের মানে বিশ্বাসী, সংখ্যায় নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ