প্যানিক ডিজঅর্ডার হলো একধরনের মানসিক রোগ। এখানে একটি প্যানিক অবস্থা তৈরি হয়। অনেক সময় এর কারণ আমরা জানি না। আবার অনেক সময় হয়তো কারণ থাকে, কোনো চাপজনিত কারণ থাকে। তবে হঠাৎ করে হতে পারে। দেখা গেল একজন মানুষ প্রতিদিনের কাজ করছেন, হঠাৎ করে বুক ধড়ফড় করা, দম বন্ধ হয়ে আসা মনে হয় যে আমি অজ্ঞান হয়ে যাব, অথবা আমি মারা যাব, অথবা আমি মারা যাচ্ছি এ রকম একটা অবস্থা তৈরি হয়। একটি প্যানিক অবস্থা তৈরি হয়। এটি যদি একজন মানুষের মাসে অন্তত চারবার হয়, অথবা একবার হওয়ার পর যদি সব সময় মনে একটি ভয় থাকে, আবার যেন কোনো সময় হয় এবং আমি বোধহয় মরে যাব। আমি বোধ হয় অজ্ঞান হয়ে যাব। তাহলেই সেটি প্যানিক ডিজঅর্ডার হয়। এর চিকিৎসার জন্য আপনি যে কোন ভাল মনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ