শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হোয়াংহো নদীর তীরে শাং রাজারা সভ্যতা গড়ে তুলেছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

হোয়াংহো নদীর তীরে চীনা সাম্রাজ্য অবস্থিত। চীনা সাম্রাজ্য কোন একক রাজার দ্বারা হঁটাৎ করে প্রতিষ্ঠিত হয়নি। চীনা সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। এটি নদীকেন্দ্রিক সভ্যতা। উত্তর চীনে বর্তমানে যে জাতীয় মানুষের বসবাস, প্রস্তর যুগেও তাদের আকার আকৃতিবিশিষ্ট জনগোষ্ঠীর বসতি ছিল বলে প্রমাণ পাওয়া যায়। কোন নির্দিষ্ট রাজাই হোয়াংহো নদীর তীরে সভ্যতা গড়ে তোলেন, এমন নয়। বরং তখনকার প্রাচীন জনগোষ্ঠী হোয়াংহো নদীর দু’পাশের উর্বর এলাকাজুড়ে নানা রকমের শাকসবজি, ধান, গম, জব ইত্যাদি চাষ করতো। বিভিন্ন জাতের পশু পালন করতো এবং তারা রেশনকীটের চাষা পদ্ধতিও জানতো। খ্রিস্টপূর্ব ১০০০ অব্দ পর্যন্ত চীন বিভিন্ন রাজবংশ ও তাদের শাসনামল দ্বারা বহু খণ্ড-বিখণ্ড রাষ্ট্রে বিভক্ত ছিল। খ্রিস্টপূর্ব ২২১ অব্দে বিচ্ছিন্ন রাজ্যগুলি একত্র হতে শুরু করে এবং পরবর্তীতে চীন বৃহৎ একটি রাজ্যে পরিণত হয় যা বর্তমানেও বিদ্যমান। তথ্যসূত্র: http://www.somewhereinblog.net/blog/asifmamun/29232871

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ