fuhadkhan

Call

আপনি যদি প্রতিদিন ৬ থেকে ৮ গন্টা পডা-শুনা করেন। তাহলে পাওয়া জাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

A+ পাওয়ার জন্য রুটিন অনুযায়ী নিয়মিত পড়লে প্রাইভেট দরকার নেই, তবে একটা জিনিস দরকার সেটা হল বিজ্ঞান বিভাবে পড়েছে তাদের সাহায্য থাকতে হবে, কারন আপনি একটা জিনিস পড়লেন সেটা বুঝলেন না এখন এটার গাইডলাইন তো দরকার সেটা কোথায় পাবেন, কলেজে তেমন ভাল গাইডলাইন দেওয়া হয় না। আপনাকে বেশ চতুর থাকতে হবে কারন আপনি যে জিনিসটা বুঝবেন সেটা স্যারের কাছ থেকে দ্রুত সুন্দর ভাবে বুঝে নেয়ার চেষ্টা করবেন তাহলে ইনস্'আল্লাহ্ প্রাইভেট দরকার হবে না।

Talk Doctor Online in Bissoy App
Hasankic

Call

এর জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে।এবং তাছাড়া আপনি যদি ৭-৮ ঘন্টা পড়েন মনযোগী হয়ে এবং আপনি যদি ভালভাবে পরিক্ষা দেন তাহলেই A+ পাওয়া সম্ভব।

Talk Doctor Online in Bissoy App

আপনি যদি মনোযোগ দিয়ে প্রতিদিন ৪-৫ ঘন্টা করে পড়েন তাহলে এ প্লাস পাওয়ার পক্ষে তা যথেষ্ট। কিন্তু মনোযোগ ছাড়া দৈনিক ৮-১০ ঘন্টা পড়ে কোনো লাভ নেই। পড়ার সময় আজেবাজে চিন্তা করবেন না। তবে বিজ্ঞান বিভাগে প্লাস পেতে আপনাকে গনিতে ভালোভাবে পারদর্শী হতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আসলে মনোযোগ দিয়ে বুঝে বঝে ঠিকমতো এবং বেশি বেশি পডলে কোনো প্রাইভেটের দরকার হয় না। আর কোন জায়গায় আটকে গেলে স্যারদের কাছে গেলে স্যারেরা আরও খুশি মনে বুঝিয়ে দিবে।

Talk Doctor Online in Bissoy App