ধুমপান বিষপান, ঠিকআছে। ধুমপানের কারনে মৃত্যু হয় তাও ঠিক আছে। ধুমপানের ধোঁয়াগুলো হচ্ছে, নিরব ঘাতক। যা মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যায়। এটি ফুসফুসকে পুরোপুরি অকেজো করে ফেলে। এজন্য ধুমপান করলে, মানুষ তাত্‍ক্ষনিক মারা যায়না । তবে মৃত্যুর দিকে ধাবিত হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা ফসলে দেওয়ার বিষের মত নয় যে সাথে সাথেই মরে যাবে। এটা নিরব ঘাতক। যারাই ফুসফুস ক্যান্সারে মারা যাচ্ছে তাদের ৯০% হল ধুমপাণের কারনে। তাড়াও যাদের ডায়াবেটিস আছে তারা ধুনপাণ করার কারণে বার্যায ডিজিসে এবং যাদের হৃদযন্ত্রের সমস্যা আছে তাদের হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdulHalim

Call

বিষ মানুষকে সাথে সাথে মৃত্যুর দিকে ধাবিত করে আর ধুমপানের ফলে মানুষের মরণব্যাধি ক্যান্সার,স্টোক সহ আরো অনেক রোগের কারণ হয়ে দাড়ায় যা মানুষকে আস্তে আষ্তে মৃত্যুর দিকে ধাবিত করে৤তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে ধুমপানকে বিষপানের সাথে তুলনা করা হয়৤

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ