Call

ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে ছোট ছক্কা আসলে ছক্কা নয়। সম্পূর্ণ কাহিনি শুনুন।

২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলংকা এবং পাকিস্তানের ম্যাচ চলছিল। স্পিনার উপুল চান্দানার বলে রাশিদ লতিফ ব্যাটে বল লাগিয়ে পেছনে পাঠালে তা উইকেট রক্ষক কুমার সাঙ্গাকারার হেলমেটে লাগে। এতে ৫ রান পায় পেনাল্টি এবং দৌঁড়ে করে এক রান। মোট ছয় রান মানে ছক্কা!
উল্লেখ্য যে বল ফিল্ডিংকারি দলের কারো মাথা বা হেলমেটে লাগলে ব্যাটিংএর দল ৫ রান পেনাল্টি হিসেবে পায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ