Call

শহীদ আফ্রিদি সবচেয়ে লম্বা ছয় মেরেছেন।

১৭ মার্চ, ২০১৩ ইং জোহানেসবার্গে অনুষ্ঠিত সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৩য় ODI  তে তিনি ১৫৮ মিটার লম্বা ছয় মারেন।

তথ্যসূত্র: https://www.google.com.bd/?gws_rd=cr&ei=g4yLVp7JFZaKuASQkrGwDg#q=Who+has+hit+the+longest+six+in+the+cricket+history

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বেসরকারি হিসাব ধরলে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘতম ছক্কা হাঁকানোর রেকর্ড শাহিদ আফ্রিদির দখলে। ২০০৩ বিশ্বকাপে ১৬৫ মিটার দীর্ঘ ছক্কা হাঁকান আফ্রিদি। এরপর বাংলাদেশি প্রিমিয়র লিগেও ১৮০ মিটারের বেশি দীর্ঘ ছয় হাঁকান আফ্রিদি। তবে দুটি ক্ষেত্রেই আইসিসি স্বীকৃতি মিটার ছিল না। তবে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে শওকত আলি যে ছক্কাটা হাঁকিয়েছেন সেটা ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম ছক্কা। এটা আন- অফিসিয়াল বিশ্বরেকর্ড! শওকত আলির হাকানো ছক্কা ২০০ মিটারের চেয়ে বেশি দীর্ঘ। সুত্র : বেশতো ডট কম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ