শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

১. এ ধরণের ব্রাউজার দিয়ে ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা উপভোগ করতে পারবেন। ২. পরিবর্তনশীল তথ্য ও ইন্টারঅ্যাকটিভ ওয়েবপেজ দেখতে পারবেন। ৩. চলতি অবস্থায় কনটেন্ট পরিবর্তন/আপডেট করতে পারবেন। ৪. সাধারণত মোবাইল থেকেও এ ব্রাউজার দিয়ে যেকোনো সাইটের ডেস্কটপ ভার্সন ব্যবহার করা যায়। ৫. সবমিলিয়ে একটা স্পিডি ও আকর্ষণীয় লে-আউট বা ওয়েবভিউ পাওয়া যায়। সহজভাবে একটা উদাহরণ দিই, নন জাভাস্ক্রিপ্ট ব্রাউজার দিয়ে বিস্ময়ে উত্তর দিলে সেটি লোডিং হয়ে তারপর উত্তরটি সাবমিট করবে আর জাভাস্ক্রিপ্ট ব্রাউজার দিয়ে উত্তর দিলে লোডিং ছাড়া চলতি পেজেই উত্তরটি যুক্ত হয়ে যাবে। আপনার এন্ড্রয়েডের ডিফল্ট ব্রাউজার এবং Mozila, Chrome, UC Browser, Opera Browser (মিনি নয়), Atlas ইত্যাদি জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ