প্যারিসের জলবায়ু সম্মেলনে আলোচ্য ইস্যু ছিলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা। অর্থাৎ শিল্পায়নের আগে বিশ্বের তাপমাত্রা যে পর্যায়ে ছিল, তা থেকে তাপমাত্রা যেন ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে। কিন্তু কেনো দুই ডিগ্রি? তাপমাত্রা এরচেয়েও বেশি হলে আমাদের পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর গড় তাপমাত্রা গত ১০০ বছরে এক ডিগ্রির কাছাকাছি বেড়ে গেছে এবং আগামী ১০০ বছরে যদি তা ২ ডিগ্রি ছাড়িয়ে যায় তাহলে পৃথিবীর জলবায়ুতে এমনসব বিপজ্জনক পরিবর্তন ঘটতে শুরু করবে যার ফলে মানুষে জীবনযাপন, খাদ্য উৎপাদন, আবহাওয়া সবকিছুর ওপরই গুরুতর প্রভাব পড়তে শুরু করবে। এখন প্রশ্ন হচ্ছে- এই যে ২ ডিগ্রি সেলসিয়াসের কথা বলা হচ্ছে এই সংখ্যাটির তাৎপর্য কি? বিবিসির পরিবেশ বিষয়ক সংবাদদাতা ম্যাট ম্যাকগ্র্যাথ বলছেন, অনেকেই বলছেন, মাত্র দুই ডিগ্রি! এ আর এমন কি! কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। একটা আইসক্রিম আর সেই আইসক্রিম সম্পূর্ণ গলে যাওয়ার মধ্যে যে তফাৎ, পার্থক্যটা আসলে সেরকম। তফাৎটা হচ্ছে, এখনকার পরিবেশ আর সবশেষ বরফযুগের মধ্যে পার্থক্যের মতো। “দুই ডিগ্রি- খুব ছোট একটা নম্বর। কিন্তু সারা বিশ্বে যখন তাপমাত্রা বৃদ্ধির গড় এই দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে তখন এই নম্বর বড়ো রকমের এক পার্থক্য তৈরি করবে। এখনকার আর্কটিক অঞ্চলের দিকে তাকান। তাপমাত্রা বাড়ার সাথে সাথে সেখানকার বরফ গলে যাচ্ছে। আর বাড়ছে সমুদ্রে পানির উচ্চতা।” তিনি বলেন, সত্তরের দশক থেকে এই দুই ডিগ্রি সেলসিয়াসের কথা বলা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা এর বেশি বাড়তে দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা টার্গেট। এর অর্থ এই নয়- তাপমাত্রা যদি ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তাহলে আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। “খুব সাধারণভাবে ও সহজে বোঝানোর জন্যে এই দুই ডিগ্রির কথা বলা হচ্ছে। এবিষয়ে রাজনীতিকদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আর রাজনীতিকদের কিছু বোঝাতে হলে তাদের সামনে খুব সহজ একটি নম্বর তুলে ধরতে হবে। কারণ – এই সংখ্যাটা খুব স্পষ্ট, সহজে বোঝা যায় এবং সবচে বড়ো কথা এই লক্ষ্য অর্জন করা কঠিন কিছু নয়।”

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ