Call

আপনি এ সম্পর্কে অভিজ্ঞ কারো কাছে আপনার ফোনটি নিয়ে যান। হয়তো আপনি কাজগুলো ঠিকভাবে করতে পারছেন না তাই এমনটি হচ্ছে।যিনি এইই সকল কাজ করে অভ্যস্ত বা অভিজ্ঞ আছে তার কাছে ফোনটি দেখালে সে হয়তো আপনার ফোনটি ঠিক করে দিতে পারে।

Talk Doctor Online in Bissoy App

বিভিন্ন কম্পানির ডিভাইসে এই পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে, তাই এটা কাজ না করলে নিচেরগুলো ট্রাই করুন। 1. Volume Down+ Volume Up+ Power button. 2. Volume Down+ Power button. 3. Volume Up+ Power button. 4. Volume Up+ Camera button. 5. Volume Up+ Home+ Power button. 6. Home+ Camera button. 7. Home+ Power button. উপরের যে কোন একটি কম্বিনেশন অবশ্যই কাজ করবে বলে আশা করি। এই কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড-এ যাবেন সেখানে “wipe data/ factory reset/ factory format/backup data/ restore data/ reboot system” কম্পানি ভেদে এজাতীয় যে কোন কিছু লেখা দেখা যাবে, তা সিলেক্ট করুন। (মনে রাখবেন এখানে টাচ কাজ করবে না, এজন্য আপনাকে ভলিউম আপ ডাউন বাটনের সাহায্য নিতে হবে।) সিলেক্ট করার পর ইয়েস এবং নো অফশন থেকে “ইয়েস” সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ব্রান্ডভেদে হোম বাটন/ পাওয়ার বাটন কাজ করতে পারে। সবশেষে সেটটি reboot করুন, এবং কিছুক্ষন অপেক্ষা করুন। আমি মনে করি এই পদ্ধতি অনুশরণের মাধ্যমে আপনার মোবাইলের পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুলতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App