আরো কিছু তথ্য দিলে ভালো হতো। যাই হোক, আপনার বক্তব্য পড়ে বুঝা যায় যে, আপনার পরিবারের সম্পূর্ন খরচ বহন করেন আপনার মা । বিষয়টা যদি আপনি সহজ ভাবে নেন, তাহলে কিছুই না। আপনার মায়ের কথা চিন্তা করুন, মায়েদের থাকার কথা কোথায়? অবশ্যই ঘরে । সে গৃস্থালি কাজগুলো দেখাশুনা করবে। কিন্তু এখন আপনার মা কি তা করছে? আপনার মাকে এখন দুই দিক সামলাতে হচ্ছে। রোজগার ও করতে হচ্ছে আবার পরিবারও দেখতে হচ্ছে । যা স্বাভাবিক ভাবেই একজন মানুষের মস্তিস্ক/মেজাজকে বিগডে দেয়। আপনি চাকুরি করে টাকা ইনকাম করতেছেন, সেজন্য আপনাকে কোন টাকা দেওয়া হয়না । আপনি বিষয়টাকে এভাবে চিন্তা না করে,এভাবে চিন্তা করুনঃ আপনারও তো দায়িত্ব আছে পরিবারের কিছু খরচ বহন করা। আপনার মায়ের কাছ থেকে টাকা না নিয়ে, বরং আপনি আপনার মায়ের উপকার করতেছেন। আপনাকে যে টাকাগুলো দিতে হতো, এখন তিনি টাকাগুলো অন্যকোন কাজে লাগাচ্ছেন। আপনি দুদিন অসুস্থ্য হয়ে পড়ে থাকেন, দেখবেন মা ই আপনার সেবা করতেছে যা আপনি কোন টাকার বিনিময়ে পাবেন না। আপনার প্রতি পরামর্শ হলোঃ এসব বিষয়ে মায়ের সাথে কখনো রাগারাগি করবেন না। মা আপনার কাছে টাকা চাইতে হবে কেন? আপনিই আগে বাড়িয়ে দিন মায়ের হাতে টাকা। মায়ের দুঃখটা বুঝার চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ