ইহার কাজ কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

মাইটোকন্ড্রয়ার প্রধান কাজ হলো কোষের শক্তি উৎপাদন করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মাইটোকন্ড্রিয়ার কাজ ঃ ( ১) মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে খাদ্যমধ্যস্থ শক্তি নির্গত হয় বলে একে কোষের শক্তিকেন্দ্র (power house) নামে আখ্যায়িত করা হয় (মাইটোকন্ড্রিয়ার ভেতরে শ্বসনের অ্যারোবিক অধ্যায় অর্থাৎ ক্রেবস চক্র ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন হলে যে ATP উৎপন্ন হয় তা- ই কোষের বিপাকীয় কাজের শক্তি যোগায়) (২) প্রাণিকোষে এরা শুক্রাণু ও ডিম্বাণু গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। (৩) স্নেহ বিপাকে অংশ গ্রহন করে । (৪) কিছু পরিমাণ RNA ও DNA উৎপন্ন করে। (৫) কোষের প্রয়োজনে সংখ্যাবৃদ্ধি ঘটিয়ে কাজে সহায়তা করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ