Call

দেশের উন্নয়ন হচ্ছে ঠিকই অস্থিতিশীলতা বাড়ছে । গুম , খুন , ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই চলছে । প্রতিবাদ করতে গেলে বিপদ না করলেও বিপদ । সত্য পথে চলতে গেলে , আলোর পথে চলতে গেলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে । যদি এতে বিপদ আসে ভয় পাওয়ার কিছু নেই । আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছেন , অন্যরা দমে যাননি । অত্যন্ত সাহসিকতার সাথে তারা দেশমাতৃকার জন্য তাদের অভিযান চালিয়ে গেছেন । দেশের জন্য যদি কিছু করতে পারি , সমাজের কল্যাণে যদি কিছু করতে পারি সেখানে দেশ-জাতির কল্যাণে নিজের স্বার্থকে বড় করে দেখা নয় বৃহত্তর স্বার্থের দিকে চোখ রাখতে হবে । প্রবাদ আছে , "স্বদেশের উপকারে নেই যার মন , কে বলে মানুষ তারে পশু সেইজন ।" স্বদেশের উপকারে গুম , খুন , ধর্ষণের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধ করার জন্য আমরা বহুর্মূখী পদক্ষেপ নিতে পারি । ★বর্তমান প্রজন্মের জন্য এসব অপরাধের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে । ★দেশের সকল মানুষকে সচেতন করার জন্য এসব সামাজিক সমস্যার বিরোধী বিভিন্ন পোস্টার , লিফলেট বিতরণ করতে হবে । ★আগামী প্রজন্মকে এসব থেকে দূরে রাখার ক্ষেত্রে সবচাইতে বেশী ভূমিকা রাখতে পারে একজন মা । --তারা তাদের সন্তানদের সুন্দর আচরণের দিকে খেয়াল রেখে প্রয়োজনীয় শিক্ষা দান করবেন । --সামাজিক , ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিবেন । --সন্তান যেন কখনোই উগ্রবাদী হয়ে না উঠে , সেদিকে খেয়াল রাখবেন । ★সরকার অপরাধের কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন এবং তার বাস্তবায়ন করবেন । আইনের প্রতি শ্রদ্ধা , আইন সবার জন্য সমান__এটা মনে করতে হবে । দেশে সরকারদলীয় মানুষ হউক আর যেই হউক সবাই অপরাধের শাস্তি ভোগ করবেন । ★সমাজে এসব অপরাধকারীদের চিহ্নিত করতে হবে , ঘৃণার চোখে দেখতে হবে , সুন্দর করে বোঝাতে হবে যে তারা যা করছে তা ঠিক নয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ