না । ক্ষতি হবে না, ব্যবহার করতে পারেন । “বেটনোভেট-এন” ক্রিম নিয়মিত ব্যবহারেও মেছতার, যে কোন ব্রনের দাগ, কাটা দাগ, আস্তে আস্তে হালকা হয়ে যায়। এই ক্রিমটি ঘুমাতে যাওয়ার আগে, মুখ ভালো করে ধুয়ে, লাগিয়ে নিবেন। মুখের সব জায়গায় লাগাবেন না। মেছতার দাগ যেখানে আছে শুধু সেখানে হালকা করে দিয়ে, ম্যাসেজ করে শুয়ে পরবেন। এই পদ্ধতিতে প্রতিদিন ব্যবহারে দেখবেন মেছতার দাগ ও অনন্য দাগ বেশ হালকা হয়ে যাচ্ছে। ---বিস্ময় থেকে সংগৃহীত ।

Talk Doctor Online in Bissoy App
Call

ক্ষতি হবে না। কিন্তু উপকারও পাবেন না তেমন একটা। সবচেয়ে ভালো হয়, বেটনোভেট -সি ক্রিমটা।

Talk Doctor Online in Bissoy App
Call

বেটনোভেট ক্রীম ব্যবহার করলে দাগ চলে যায় ঠিকি কিন্তু আবার দাগ ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু মধু ও লেবুর রস মিলিতভাবে মুখে মেখে আধা ঘন্টা পর ধুয়ে ফেললে এবং নিয়মিত ব্যবহার করলে সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দাগ দুর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

Talk Doctor Online in Bissoy App

Call

Betnovate N ব্যবহার করার পাশাপাশি ছাফী সিরাপ খেতে পারেন। এতে করে ব্রণ কমে যাবে।

Talk Doctor Online in Bissoy App