Unknown

Call

এখানে 1p, 2d ও 3f অসম্ভব। আসলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা (n) ও সহকারী কোয়ান্টাম সংখ্যার (l) উপর ভিত্তি করে এগুলোর সম্ভাব্যতা যাচাই করা হয়। আমরা জানি l এর মান সর্বদা 0 থেকে (n-1) পর্যন্ত হয়। আর 0=s, 1=p, 2=d, 3=f..... এখন 1p এর ক্ষেত্রে n=1 সুতরাং l= 0 থেকে (1-1) পর্যন্ত, তার মানে ঘুরেফিরে শুধু ০. আর এই l= শুধু 0 হওয়ায় 1 নং অরবিটালে s ছাড়া সকল বাকিগুলো অসম্ভব। 2d এর ক্ষেত্রে n=2 সুতরাং l= 0, 1, এখানে 0'র জন্য s ও 1 এর জন্য p সম্ভব, কিন্তু d বা f অসম্ভব। আশা করি বুঝতে পেরেছেন, না পারলে মন্তব্যে জানাবেন । আরও ভালো করে বুঝতে আমার এই উত্তরটি দেখুন-- http://m.ans.bissoy.com/174364/

Talk Doctor Online in Bissoy App