দয়া করে "লজিক্যাল" উত্তর দেবেন না, কারণ গিগাবাইটের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ আছে এই মেইনবোর্ডে মোট ৮জিবি র‍্যাম সাপোর্ট করবে - আর এটা আমি ভালোমত জানি । কিন্তু টুইনমোস ব্র্যাণ্ডের ৪জিবি ডিডিআর৩ ১৬০০ মেগাহার্জ র‍্যাম-এর দুইটা স্টিক আমার মেইনবোর্ডে সাপোর্ট করেনি, এমনকি একটা করে লাগানোর পরও না । তাই আমি চাই, এই মেইনবোর্ডে মোট ৮জিবি র‍্যাম ব্যবহার করেছেন এমন কেউ যেন আমার প্রশ্নের জবাব দেন ।


Share with your friends
Call

যে কোনো ব্র্যাণ্ডের ১৬ আইসি বিশিষ্ট ৪জিবি ডিডিআর৩ র‍্যামের দুটি স্টিক এই মেইনবোর্ডে সাপোর্ট করবে । যে সব ৪জিবি র‍্যামে ৮টি আইসি রয়েছে, সেগুলোর প্রতিটি আইসিতে মেমোরির পরিমাণ ৫১২এমবি । আর ১৬ আইসি বিশিষ্ট ৪জিবি র‍্যামে মেমোরি ঘনত্ব ২৫৬এমবি/আইসি । মূল কথা হলো, আসলে এটিতে বেশি ঘনত্বের র‍্যাম সাপোর্ট করে না । তবে মনে রাখবেন, ৮জিবি র‍্যামের একটি স্টিক এটিতে সাপোর্ট করবে না । ধন্যবাদ !

Talk Doctor Online in Bissoy App