Md. Al-Amin

Call

একজন জেএসসি ছাত্র হিসেবে আমার মতে সর্বনিম্ন ৮-১০  ঘন্টা পড়াশোনা করা উচিত। তবে এইবিষয় টা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। আপনার আত্নসন্তুষ্টি এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।

Talk Doctor Online in Bissoy App
Call

বর্তমানে আপনি অন্তত কম হলেও ৬/৭ ঘন্টা পড়ুন। এবং গণিত আর ইংরেজি প্রাইভেট পড়ুন। নিয়মিত স্কুলে যান। এক অল্পবয়সে ইন্টারনেট আসবেন না। খেলা দুলা করুন হালকা ব্যায়াম করুন টেনশন মুক্ত থাকুন আর পড়াশোনা ক্রমাগত চালিয়ে যান কোনোদিন যেন পড়া বাদ না পড়ে।

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call

আপনি আপনার নিয়মিত কাজগুলো করুন। আপনি যতটুকু সময় পান তত সমই পড়তে পারেন। নিয়মিত স্কুলে যান। আপনার বিষয়গুলো ভালোভাবে পড়ে নিন। প্রয়োজনীয় বিষয় নোট করুন এবং সব বিষয়ে নিজের পরিপূর্ণ প্রস্তুতি নিন।

Talk Doctor Online in Bissoy App
Call

সময় দিলেই ভালো রেজাল্ট হয় না। এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।


পড়ার সময় যা পড়বেন তাই নোট করে রাখবেন। এতে হাতের লেখা ভালো সহ দ্রুত পড়া মুখস্থ হয়ে যাবে। প্রতিটা লাইনকে গুরুত্ব দিন। সূত্র জাতীয় জিনিস বুঝে পড়ুন। আবারো বলছি অবশ্যই যা পড়বেন তাই লিখবেন।

হাতের লিখা ভালো হলে নাম্বার ভালো পাবেন।এমসিকিউ গুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। নিজের একটা রুটিন তৈরি করুন। আপনি দিনে ৭-৮ ঘন্টা পড়তে পারেন।
Talk Doctor Online in Bissoy App
Mahina

Call

আমার মতে দিনে 8 ঘন্টা, 5 ঘন্টা পড়লেই A+ পাওয়া সম্ভব এ ধারনা সম্পূর্ণই ভুল। দিনে 2 ঘন্টাই যদি মন দিয়ে পড়েন তাহলেই A+ কেন বৃত্তিও পাওয়া সম্ভব।তবে খেয়াল রাখতে হবে ঐ 2 ঘন্টা যেন হাতে মোবাইল না থাকে।

Talk Doctor Online in Bissoy App