কোথাও কোথাও দেয়া আছে যে সূর্যের নিকটতম নক্ষত্র আলফা সেন্টোরি কিন্তু কোথাও আবার প্রক্সিমা সেন্টোরি দেয়া।এদের মধ্যে কোনটি সঠিক?' না দুটোই সঠিক?
শেয়ার করুন বন্ধুর সাথে

সূর্যের নিকটতম নক্ষত্র- প্রক্সিমা সেনটোরাইট.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আলফা সেন্টোরি তিনটি তারা মিলে তৈরি একটি স্টার সিস্টেম। যেটা আমাদের সৌরমণ্ডলের সবথেকে কাছের স্টার সিস্টেম। এই স্টার সিস্টেমটি আমাদের থেকে ৪.৩৭ আলোকবর্ষ দূরে আছে। সেন্টোরি সিস্টেমের তিনটি তারা। এগুলো হলো- আলফা সেন্টোরি এ, আলফা সেন্টোরি বি এবং প্রক্সিমা সেন্টোরি। 
প্রক্সিমা সেন্টরিকে আলফা সেন্টোরি সি নামেও বলা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ