Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।যদি ওনার যোণির ভিতরে বা যোণি মুখে বীর্য যায় এবং তা পরিস্কার না করে সেক্ষেত্রে ওনার প্রেগন্যান্সি থাকার সম্ভাবনা থেকেই যায় ।তবে এতে খুব কম সম্ভাবনা থাকবে। যদি যোণির ভিতরে পেনিস প্রবেশ না করেই যোণির উপরে বির্যপাত করান সেক্ষেত্রে প্রেগন্যান্সির সম্ভাবনা তেমন থাকে না। কাজেই আপনি ওনাকে বলুন আপনার বীর্য ভিতরে প্রবেশকরেছিলো কিনা বা বীর্যপাতের পর তা পরিস্কার করেছিলো কিনা যদি তা করে তাহলে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না না না । তবে নিশ্চিত হতে অপেক্ষাকরুন ওনার পরবর্তীতে মিন্স হলে বুঝবেন ওনি প্রেগন্যান্ট না। আসা করি বুঝতে পারছেন।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ