RicardoEmon

Call

হ্যাঁ অবশ্যই পারবেন।কারণ আপনার শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার ফলে প্র্যাগন্যান্ট হয়েছে এবং বাচ্চা নষ্ট করার ঔষধ শুধু ঐ শুক্রাণু আর ডিম্বাণুকে নষ্ট করবে।পরবর্তিকালে আবার বাচ্চা নিতে পারবেন কোন সমস্যা হবে না।তবে বাচ্চা নষ্ট না করায় শ্রেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সন্তান নষ্ট করবেন কেন? আপনি কি জানেন? মানব ভ্রুন হত্যা করা মানবতা বিরোধী গর্হিত কাজ। বাংলাদেশের প্রচলিত আইনে বে আইনী ভাবে ভ্রুন হত্যা করলে কিংবা হত্যায় সাহায্য করলে ৭ বছরের কারাদন্ড হতে পারে। আর আপনি যদি লিগ্যালি ভ্রুন হত্যা করতে চান সেক্ষেত্রে আপনার কম পক্ষে দুটি সন্তান থাকা আবশ্যক( যাদের বয়স নূন্যতম ৫ বছর হতে হবে)। চিকিৎসকের শরণাপন্ন না হয়ে নিজে নিজে বিশেষজ্ঞ সেজে ভ্রুন হত্যা করতে যাবেন না সেক্ষেত্রে জটিলতা বাড়বে বরং কমবে না। মায়ের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে।বিশেষ করে ইন্টার্নাল হেমোরেজ বা জরায়ুর ভিতর রক্তপাত থেকে। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আর সঠিক ভাবে যদি অ্যাবর্শন করা হয়ে থাকে তাহলে পরবর্তীতে সন্তান ধারনে কোন সমস্যা হবে না। আমি ব্যক্তিগত ভাবে পরামর্শ দিব,অ্যাবরশন না করানোর জন্য। আমাদের কারো কোন অধিকার নেই,একটি মানব শিশুকে অযথা হত্যা করার। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ