বিয়ের পর husband কে মেনে নিতে না পারলে এবং husband যদি জোরপূর্বক শারিরিক সম্পরক করে।তাহলে সেই মিলন কি বৈধ হবে? এবং যদি মন থেকে তাকে ভালবাসে না বেসে কিন্তু তাকে বুঝতেও না দিয়ে যদি শুধু দায়িত্ব মনে করে husband এর সাথে physical relation করলে সেটা কি বৈধ হবে।??
Share with your friends

অবশ্যয় বৈধ্য হবে।মেনে নেয়নি তো বিয়ে হল কিভাবে? আর যখন বিয়ে হয়েছে তখন তার সাথে মিলিত হবার সব অধিকার তার স্বামীর আছে।এবং ইসলামে স্ত্রীকে শুধু এই একটা কারনেই প্রহার করার ব্যাপারে অনুমিত দিয়েছে। বিয়ের পর স্বামীর সাথে থাকবে না এ চিন্তা করাও হারাম, যদি স্বামীর কোন দোষ না থাকে।

Talk Doctor Online in Bissoy App
Call

বিয়ের আগেই এ বিষয়টার প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এজন্য ইসলামী শরীয়তে বিয়ের জন্য কুফু বা সামঞ্জস্যতাকে শর্ত করা হয়েছে। যেহেতু বিয়ে হয়েই গেছে সে জন্য স্বামী যৌক্তিকভাবে জোড় করলে অবৈধতার কোন প্রশ্নই আসেনা। তবে স্বামীকে স্ত্রীর চাহিদার প্রতি যত্নবান হওয়াও জরুরী।

Talk Doctor Online in Bissoy App